FusionBD | All Collection Details

FusionBD

Download Latest Collection From FusionBD.
To Download and Take The Service Click On the Link.

»FB Fan Page
»Share On Facebook
»Bangla eBooks
»MP3 Songs Updated
»Radio Specials
»Bangla Natok And Telefilms
»3GP Movies
»3GP Video
»MP4 Video
»Youtube Video Downloader
»Store Your Files Online
»SMS Messages

Thanks Boss To stay With Us.

কিছু প্রযুক্তিপণ্যের দাম কমেছে


ঢাকার প্রযুক্তি বাজারে বেশ কিছু পণ্যের দাম কমেছে। বিক্রেতারা জানান, এলসিডি মনিটর, হার্ডডিস্ক ড্রাইভ, প্রিন্টার ইত্যাদির দাম এখন আগের চেয়ে কম। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো— প্রসেসর: ইন্টেল কোর আই-৩ (৩.৩০গি.হা.) ১০ হাজার ৪০০ টাকা। ইন্টেল সেলেরন ১.৮গি.হা. তিন হাজার ৫০০; ইন্টেল কোর আই-৫ ৩.১গি.হা. ১৮ হাজার; কোর আই-৭, ৩.৪গি.হা. ২৮ হাজার টাকা। পেন্টিয়াম ডুয়াল কোর-৩ ২.৭গি.হা. পাঁচ হাজার; ওপেন কোরআইথ্রি ৩.০৬গি.হা. নয় হাজার ৩০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ চার হাজার ৬০০; জি৪১এমকমবো চার হাজার ৫৫০; এইচ৬১এম পাঁচ হাজার; জিএ-জেড৬৮ এমএ ১১ হাজা ২০০ টাকা। ইন্টেল ডিজি৪১ডব্লিওভি চার হাজার ৯০০; জি৪১এম চার হাজার ৪০০ টাকা। ফক্সকনএইচ৫৫এমএক্সভি পাঁচ হাজার ২০০; জি-৪১এমএক্সই তিন হাজার ৬০০; জি৪১এমডি চার হাজার টাকা। র‌্যাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২গি.বা. এক হাজার ১০০ টাকা। এডেটা ২গি.বা. ৯৫০ টাকা। ট্রানসেন্ড ২গি.বা. এক হাজার ১০০ টাকা। ডিডি আর-২ ট্রানসেন্ড ২গি.বা. দুই হাজার ৭০০ টাকা। এডেটা ৪গি.বা. দুই হাজার টাকা। অ্যাপাসার ৪গি.বা. দুই হাজার ১০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টান ডিজিটাল ৫০০গি.বা. পাঁচ হাজার ১০০ টাকা। হিটাচি ৫০০গি.বা. পাঁচ হাজার ৪০০; ১ টেরাবাইট সাত হাজার ৫০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ নয় হাজার; ২র্৪র্ ২৩ হাজার ৫০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ আট হাজার ২০০ টাকা। ডেল ১র্৭র্ নয় হাজার ১০০ টাকা। এলজি ১৮.৫র্ র্ সাত হাজার ৫০০; ২০র্ র্ ১০ হাজার ৭০০; আসুস ১র্৭র্ নয় হাজার ৩০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ১৮.র্৫র্ আট হাজার টাকা; ২র্৭র্ ৬৪ হাজার টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৬৫৭০ ১গি.বা. ছয় হাজার ৩০০, গিগাবাইট ৫৪৫০ ৫১২ মে.বা. তিন হাজার টাকা। আসুস ৫১২ মে.বা. তিন হাজার টাকা। এক্সএফএক্স এইচডি৫৪৫০ ১গি.বা. চার হাজার টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ২২এক্স এক হাজার ৬০০ টাকা। আসুস ২৪এক্স এক হাজার ৮০০ টাকা। লাইট-অন ২৪এক্স এক হাজার ৭০০ টাকা। কেসিং: ডিলাক্স দুই হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। গিগাবাইট এক হাজার ৮০০ টাকা। মারকারি এক হাজার ৭০০ টাকা। মাউস: এফোরটেক ৩০০ থেকে দুই হাজার ২০০ টাকা। লজিটেক ৩৫০ থেকে দুই হাজার ৭০০ টাকা। ডিজিটেক ১৫০ থেকে ২০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ২৫০ থেকে দুই হাজার ৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা। স্পিকার: মাইক্রোল্যাব (২:১) এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস(২:১) এক হাজার ৮০০ থেকে পাঁচ হাজার টাকা। এফএনডি(২:১) এক হাজার ৯০০ থেকে ছয় হাজার টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৪গি.বা. ৫৫০; ৮গি.বা. ৬০০; ১৬গি.বা. ৯৫০ টাকা। অ্যাপাসার ৪গি.বা. ৪৫০; ৮ গি.বা. ৬০০ টাকা। এডেটা ৪ গি.বা. ৪৫০; ১৬ গি.বা. ৯০০ টাকা। জিপিআরএস মডেম: মোবিডেটা ইডিজিই ১০০ইইউ দুই হাজার ৭০০; এইচএসডিপিএ ১০০এইচইউ তিন হাজার ১০০ টাকা। টেকনো টিএম০০৮ তিন হাজার ৬০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল তিন হাজার ৫০; এক্সটারনাল ডাব্লিউ৭ চার হাজার ৫০০ টাকা। রিয়েলভিউ এক হাজার ৭০০ টাকা। গেটমি-২১৮৮ই এক হাজার ৭০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা এমপি-২৭৬ ছয় হাজার টাকা; এলবিপি-৩৩০০ ১১ হাজার ৪০০। এইচপি ডি-১৪৬০ দুই হাজার ৮০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ আট হাজার ৫০০ টাকা। এপসন এম-১২০০ সাত হাজার ২০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬ হাজার ৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) নয় হাজার। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৩২০ গি.বা. পাঁচ হাজার ৬০০; ৫০০ গি.বা. পাঁচ হাজার ৫০০; ৬৪০ গি.বা. ছয় হাজার ৫০০, ১ টেরাবাইট আট হাজার ৫০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৩২০গি.বা. পাঁচ হাজার ৮০০; ৫০০গি.বা. ছয় হাজার; ১টে.বা. নয় হাজার ৫০০ টাকা। ইউপিএস: ডিজিটেক ৬৫০ ভিএ দুই হাজার ৭০০ টাকা; ৮০০ ভিএ তিন হাজার ১০০ টাকা, ১২০০ ভিএ চার হাজার ৮০০ টাকা, ১০০০ ভিএ ছয় হাজার ৬০০ টাকা, ১০ কেভিএ এক লাখ পাঁচ হাজার টাকা। —সংগ্রহ: রাহিতুল ইসলাম এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

মজিলা স্মার্টফোনের নমুনা


মজিলা ফায়ারফক্স স্মার্টফোন আসছে, এ খবর পুরোনো। নতুন খবর হলো, জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নামে যে স্মার্টফোন তৈরি হয়েছে, তার নমুনা দেখা গেছে। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের দুটি পরীক্ষামূলক সংস্করণ সম্প্রতি দেখানো হয়েছে। বর্তমান স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপল, স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই বাজারে আসছে ফায়ারফক্স স্মার্টফোন। আগামী মাসেই এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এ স্মার্টফোন যৌথভাবে বাজারজাত করবে মজিলা ও গিকসফোন। প্রদর্শিত দুটি স্মার্টফোনের সাংকেতিক নাম কিয়ন এবং পিক। এর মধ্যে কিয়নে রয়েছে ৩.৫ ইঞ্চি পর্দা, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন এসওয়ান প্রসেসর ইত্যাদি। পিকে রয়েছে ৪.৩ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন এসফোর প্রসেসর ইত্যাদি। মূলত উন্নয়নশীল দেশের বাজারগুলোর কথা ভেবেই এ স্মার্টফোন ছাড়া হচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে স্মার্টফোনে। মজিলা জানিয়েছে, নতুন এ অপারেটিং সিস্টেমটি অনেকটা উন্মুক্ত থাকবে। এতে প্রোগ্রামাররা অ্যাপস তৈরিতে অনেক বেশি স্বাধীনতা পাবেন। অ্যাপসগুলো পাওয়া যাবে ফায়ারফক্স মার্কেটপ্লেসে। তবে স্মার্টফোনগুলো প্রথম পাওয়া যাবে ব্রাজিলে। নতুন স্মার্টফোন আর নতুন অপারেটিং সিস্টেম বাজারে আসার ব্যাপারটি দারুণভাবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে করে ব্যবহারকারী যেমন নতুন কিছু পাবেন, তেমনি নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেমের মধ্যেই আর সীমাবদ্ধ থাকতে হবে না। —বিবিসি অবলম্বনে কাজী আলম

অনলাইনে সিনেমার টিকিট


অনলাইনে সিনেমার টিকিট কেনার সুবিধা চালু হয়েছে। ঘরে বসেই সিনেমার টিকিট কেনার সুবিধা দিচ্ছে ইলেকট্রনিকস লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান সূর্যমুখী। এখন ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডে প্রদর্শিত সিনেমার টিকিট কাটা যাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড, কিউ ক্যাশ, বিকাশের মাধ্যমে। একবারে অনলাইনে সর্বোচ্চ পাঁচটি টিকিট কেনা যাবে। বিস্তারিত: www.paypoint.com.bd । —বিজ্ঞপ্তি

১৭ কোটি ট্যাব বিক্রি হবে এ বছর!


প্রযুক্তিবিদেরা বলেছেন, চলতি বছর হবে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের বছর। আর এ বছর ১৭ থেকে ১৮ কোটি ট্যাবলেট বিক্রি হবে। নকশা নিয়ে তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে দারুণ সব পরিকল্পনা। বর্তমানে ট্যাবের বাজারে ৭ ইঞ্চি পর্দার চাহিদা সবচেয়ে বেশি। তাই নির্মাতারা এ ধরনের ট্যাব বেশি তৈরি করছেন। গত বছর ১৩ কোটি ট্যাব বিক্রি হয়েছে। চলতি বছর ৯ থেকে ১১ ইঞ্চি ট্যাবের অর্ডারও জমা পড়েছে বেশ। এখন চলছে সেসব তৈরির প্রস্তুতি। অন্যদিকে অ্যান্ড্রয়েডভিত্তিক ৭ ইঞ্চি পর্দার ট্যাবলেটের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। এ বছর আইপ্যাড মিনিরও নতুন বাজার তৈরি হবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন। গত বছর ৯ ইঞ্চি পর্দার দখলে ছিল ৩৫ শতাংশ বাজার। সংখ্যায় তা ছিল সাত কোটি ৩০ লাখ। এ আকারের ট্যাবের বাজার-চাহিদা ছিল ৫৯ শতাংশ। অন্যদিকে ৭ ইঞ্চি পর্দার ট্যাবের বাজার-চাহিদা দ্বিগুণ বেড়ে তা ৩২ ভাগে এসে দাঁড়িয়েছে। সংখ্যার হিসাবে তা চার কোটি ১০ লাখ। গত বছর গুগল এবং অ্যামাজনের সুবাদে ৭ ইঞ্চি পর্দার ট্যাব বিক্রি হয় এক কোটি। এটি এ বছর দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে নির্মাতারা আশা করছেন। বাজারে ১৫০ ডলারের এসার ব্র্যান্ডের ‘বি১-এ৭১’ মডেলের ৭ ইঞ্চি পর্দার নতুন বাজার তৈরি হয়েছে। স্যামসাং এ বছর তাদের ট্যাব সরবরাহ দ্বিগুণ করবে এবং তা তিন কোটি ছাড়িয়ে যাবে। ট্যাবের বাজারে গুগল ছাড়াও অনেক শীর্ষ প্রযুক্তিনির্মাতাও আসছে নতুন বাণিজ্যিক ছকে। দামের হিসাবে ১০০ ডলার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মূল্য। কিন্তু এখনো ট্যাবের দাম এই অঙ্কে নামিয়ে আনা যাচ্ছে না। তবে ১৫০ ডলারেও এখন ট্যাব পাওয়া যায়। —ওয়েবসাইট অবলম্বনে প্রদীপ সাহা

আজ দেশ টিভিতে ওয়াহিদুল হক স্মরণ


প্রখ্যাত লেখক, সাংবাদিক ও সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের দেহাবসান ঘটে ২০০৭ সালের ২৭ জানুয়ারি। গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে তাঁর পছন্দের কিছু গান দিয়ে সাজানো হয়েছে দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘ট্রিবিউট টু দ্য লিজেন্ড’-এর এবারের পর্ব। আজ রোববার রাত নয়টা ৪৫ মিনিটে দেশ টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন মফিদুল হক। তাঁর সঞ্চালনায় ওয়াহিদুল হকের জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন চন্দনা মজুমদার ও ইফফাত আরা দেওয়ান। এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে দেশ টিভি কর্তৃপক্ষ। ওয়াহিদুল হকের জন্ম ১৯৩৩ সালের ১৬ মার্চ, ঢাকায়। আরমানিটোলা গভর্নমেন্ট হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তিনি। ছাত্রাবস্থায় সাংবাদিকতা শুরু করেন এবং পেশা হিসেবে বেছে নেন। ‘অবজারভার’, ‘ডেইলি স্টার’সহ কয়েকটি পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। নিয়মিত কলামও লিখতেন। এ ছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। সাংবাদিক হলেও ওয়াহিদুল হকের মূল বিচরণক্ষেত্র ছিল সাংস্কৃতিক অঙ্গন। তিনি ছিলেন একাধারে রবীন্দ্রসংগীতশিল্পী, গবেষক ও শিক্ষক। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। ওয়াহিদুল হক সফল সংগঠক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম সফল সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর হাত ধরেই যাত্রা করেছিল আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় স্বাধীন বাংলা শিল্পী সংস্থার প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। নানামুখী কাজে ব্যস্ততার মধ্যে বইও লিখতেন ওয়াহিদুল হক। সংগীতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বই লিখেছেন। বইয়ের পাশাপাশি তাঁর একাধিক আবৃত্তি ও গানের সিডি প্রকাশিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা।

শুরু হচ্ছে উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩


বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনের উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩। ২৮ থেকে ৩০ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উত্সবের আসর বসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানিয়েছেন, আগামীকাল ২৮ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনারকক্ষে ‘ বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতচর্চা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী লায়লা হাসান ও সংগীতজ্ঞ মোবারক হোসেন খান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংগীত ও নৃত্য বিভাগের উপপরিচালক আবদুল কাদের তালুকদার। উদ্বোধনী আলোচনা শেষে খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গনৃত্য। উত্সবের প্রথম দিন উচ্চাঙ্গসংগীত পরিবেশনে অংশ নেবেন শাহাদাৎ হোসেন খান, আফসানা খান, রুখসানা খান, জাকির হোসেন, লুভা নাহিদ চৌধুরী, অসিত রায়, পণ্ডিত শিবনাথ দাস, ফকির শহিদুল ইসলাম, রিনাত ফৌজিয়া, অসিত দে, লায়লা তাসমীন ও রেজওয়ানুল হক। উচ্চাঙ্গনৃত্য পরিবেশন করবেন কচি রহমান, ফারহানা চৌধুরী বেবী, হেনা হোসেন, রেশমা জামান প্রিয়া, রুমানা আজাদ মিতুল ও মুনমুন আহমেদ। ২৯ জানুয়ারি উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ, মো. কামাল জহীর শামীম, সত্যজিৎ চক্রবর্তী, মাহমুদুল হাসান, অনিল কুমার সাহা, জয়ন্তি লালা, হারুনুর রশিদ, আমিন আক্তার সাদমানি ও শেখ জসিম। উচ্চাঙ্গনৃত্য পরিবেশনায় অংশ নেবেন কস্তরী মুখার্জি ও অণিমা দত্ত। ৩০ জানুয়ারি উচ্চাঙ্গসংগীত পরিবেশনায় অংশ নেবেন ইউসুফ খান, নিশীত দে, নিলয় আহসান, আমিরান আহসান, বাদল প্রামাণিক, মো. শোয়েব, চন্দনা দেবী হাজং ও দোলন কানুনগো। উচ্চাঙ্গনৃত্য পরিবেশন করবেন সাজু আহমেদ, সামিহা সিদ্দিক ঐশী, মাহবুবা হোসেন রুহী, বেবী রোজারিও, তামান্না রহমান, তাবাসসুম আহমেদ ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

সালমানের ডাকে ১৬ বছর পর ভারতে সোমি আলী!


সাবেক প্রেমিকা সোমি আলীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন ‘বিগহার্ট লাভারবয়’খ্যাত বলিউডের অভিনেতা সালমান খান। সাবেক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসতে রাজিও হয়ে গেছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক এ বলিউডি অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে দীর্ঘ ১৬ বছর পর ভারতের মাটিতে পা রাখবেন সোমি। ভারতের বিভিন্ন স্থানে দোকান স্থাপন করা হয়েছে সালমানের দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের পক্ষ থেকে। এসব দোকানে পণ্য বিক্রি থেকে অর্জিত আয় দাতব্য কাজে ব্যয় করা হবে। বিষয়টি সবাইকে জানানোর উদ্দেশ্যে প্রচারণা চালানোর পরিকল্পনা করা হয়েছে। আর এই প্রচারণায় সাহায্য করতেই সালমানের ডাকে ভারতে আসছেন সোমি। ৩৬ বছর বয়সী সোমি এখন মিয়ামির স্থায়ী বাসিন্দা। সেখানে তিনি ‘সো-মি’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সালমান তাঁকে কেবল আমন্ত্রণই জানাননি, ভারতে থাকার সব ব্যবস্থাও নিজ দায়িত্বে করে দিয়েছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে জিনিউজ ব্যুরো। প্রসঙ্গত, আশির দশকে সাবেক ‘মিস ইন্ডিয়া’ ও বলিউডের অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে প্রেমের যবনিকাপাতের পর সালমানের জীবনে শুরু হয় নতুন প্রেমের অধ্যায়। সেবার তাঁর হূদয়ে রানি হয়ে আসেন সোমি। সোমির মা ইরাকি এবং বাবা পাকিস্তানি, থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বলিউডে ক্যারিয়ার গড়তে সোমি মাত্র ১৯ বছর বয়সে মুম্বাই পাড়ি জমান। ১৯৯৩ সালে মুক্তি পায় সোমি ও সুনীল শেঠি অভিনীত ব্যবসাসফল ছবি ‘আনথ’। সোমির সঙ্গে সালমানের প্রেম অনেক দিন টিকলেও স্থায়ী হয়নি। খবর রটেছিল, সালমানের মাত্রাতিরিক্ত মদ্যপান আর বাজে আচরণ সহ্য করতে না পেরেই তাঁকে ছেড়ে চলে যেতে বাধ্য হন সোমি। কেবল সালমানকেই নয়, বলিউডকেও বিদায় জানিয়ে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। ফ্লোরিডার নোভা সাউথ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি ‘হিউম্যান বিয়িং’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান খোলেন। ২০১০ সালে সালমান ‘বিয়িং হিউম্যান’ দাতব্য প্রতিষ্ঠান খুললে আবারও আলোচনায় আসে সালমান-সোমির প্রেম। তাঁদের পুনর্মিলনের খবরও চাউর হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে।

জমে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন


শীতে দারুণ জমে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। চলছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’। নাট্যোৎসবসহ নানা আয়োজনে ইতিমধ্যে শেষ হয়েছে শিশু চলচ্চিত্র উৎসব। হাওয়াইন গিটার-সন্ধ্যা হাওয়াইন গিটারে হারানো দিনের গানের সুরে শীতের সন্ধ্যা সুরেলা করে তুলেছিলেন শিল্পীরা। গতকাল শনিবার মানব শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠী ছায়ানট ভবনের রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তনে হাওয়াইন গিটার-সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুলবুল ললিতকলা একাডেমির সভাপতি বেগম শামসুজ জাহান, সংগীত পরিচালক লাকী আখন্দ্ ও শিল্পী আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন মতলুব আলী। আলোচনার পর মাহবুবার রহমান, রেহেনা মতলুব, হাসানুর রহমান, জহির উদ্দীন, নাহার আহমেদ, সিদ্দিকুর রহমান, সফিউল্লাহসহ ২০ জন শিল্পী হারানো দিনের জনপ্রিয় গানের সুর বাজিয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল: ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘পিচ ঢালা এই পথটারে’, এসব। হাওয়াইন গিটার চর্চা প্রসার ও শ্রোতা সৃষ্টির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব-আনন্দে আরণ্যকের চার দশক পূর্তি প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে নাটকের দল আরণ্যক বছরব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে ‘নতুন সাহসী পৃথিবীর জন্য নাটক’ স্লোগানে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার বিকেলে এর উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন দলপ্রধান মামুনুর রশীদ। এতে ৪০ জন নাট্যকার ও নির্দেশককে সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ‘আরণ্যকের চার দশক’ নিয়ে একটি শব্দ-আলো প্রক্ষেপণ ও বিশেষ নৃত্য প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। পরে মঞ্চস্থ হয় দলটির জনপ্রিয় নাটক রাঢ়াঙ। নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। শুরু হলো ছবি মেলা ৭ শুক্রবার ছুটির দিনে আন্তর্জাতিক আলোকচিত্রের উৎসব ‘ছবি মেলা-৭’ শুরু হলো। এবার বিশ্বের সবচেয়ে বেশি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আয়োজন করেছে আলোকচিত্র প্রতিষ্ঠান দৃক ও পাঠশালা। এ বছরের উৎসবের প্রতিপাদ্য ‘ভঙ্গুরতা’। বৈশ্বিক অস্থিরতার অবসান ঘটিয়ে ভঙ্গুর সমাজ থেকে মানবতার উত্থানের আহ্বান জানাচ্ছে এবারের ছবি মেলা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি শেষ হয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় এসে। এখানে উৎসব উদ্বোধন করেন মেক্সিকোর আলোকচিত্রী গ্রাৎসিয়েলা ইতুরবিদে। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় দুজন আলোকচিত্রী বাংলাদেশের বিজন সরকার ও মেক্সিকোর গ্রাৎসিয়েলা ইতুরবিদেকে। মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কাব্যগ্রন্থের প্রকাশনা প্রকাশিত হলো ইসমাইল হোসেনের কাব্যগ্রন্থ মুজিব এক মহাকাব্যের নাম। গ্রন্থটি প্রকাশ করেছে অয়ন প্রকাশনী। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রশীদ হায়দার, ওসমান গনি প্রমুখ। মুজিব এক মহাকাব্যের নাম কাব্যগ্রন্থে স্থান পেয়েছে মোট ২২টি ভিন্ন রকমের কবিতা। শেষ হলো শিশু চলচ্চিত্র উৎসব চিলড্রেন ফিল্ম সোসাইটি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ হলো গত শুক্রবার। সমাপনী দিনে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতায় প্রথম হয়েছে তওকীর ইসলামের চলচ্চিত্র গোলযোগ, দ্বিতীয় হয়েছে আরিফুল ইসলাম ও ওবায়দুল্লাহর একাত্তরে এবং তৃতীয় হয়েছে রায়হান আহম্মেদের আই উইল মিস ইউ। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে এস এম সজিবের স্বপ্ন পূরণের গল্প ও মাসুদুল হকের এপিটাপ; অ্যাকশনএইড নারী খুদেনির্মাতা পুরস্কার পেয়েছে লায়লা কবির সুস্মিতার প্যারাডক্স। এ ছাড়া দর্শক ভোটে পুরস্কার জিতেছে আর্জেন্টিনার লুমিরাস ও নরওয়ের রাফিকি।

আজকের ছবি


এনটিভি সকাল ৮-৪৫ সেয়ানা পাগল (রুবেল, পূর্ণিমা, হুমায়ুন ফরীদি)। দেশ টিভি সকাল ৮-০০ ঢাকা ’৮৬। আরটিভি দুপুর ১২-৩৫ ভুল সবই ভুল (আমিন খান, পূর্ণিমা)। বাংলাভিশন বেলা ১-০৫ অন্ধপ্রেম (মান্না, চম্পা)। বৈশাখী টিভি সকাল ১০-৪৫ রামের সুমতি। চ্যানেল নাইন সকাল ৯-০০ গরিবের সংসার। জি টিভি (গাজী টিভি) বেলা ১১-৩০ কালা মানিক (রিয়াজ, শাবনূর, ডিপজল)। ডিডি বাংলা বিকেল ৪-৩০ শ্যাম সাহেব (সৌমিত্র, অপর্ণা সেন, দীপঙ্কর দে, রাজেশ্বরী)। ইটিভি বাংলা বেলা ২-৩০ অন্যায় অবিচার (মিঠুন, রোজিনা, উৎপল দত্ত)। সন্ধ্যা ৭-০০ কাল তুমি আলেয়া (উত্তমকুমার, সাবিত্রী, সুপ্রিয়া দেবী, ভানু)। স্টার জলসা বেলা ৩-০০ মস্তান (জিৎ, স্বস্তিকা, হর পাটনায়েক)। ৭-০০ তেরো আনা বাঙালি। জি টিভি বেলা ১-০০ ডাবল ধামাল (সঞ্জয় দত্ত, রিতেশ, মল্লিকা শেরাওয়াত)। ৪-০০ জনি গাদ্দার (রিমি সেন, নীল নিতিন মুকেশ, ধর্মেন্দ্র)। সনি দুপুর ১২-২৪ প্রতিঘাত এ রিভেঞ্জ। বিকেল ৫-০০ রাওডি রাঠোর (অক্ষয় কুমার, সোনাক্ষী)। জি সিনেমা সকাল ৮-০০ ওয়ান টু থ্রি (সুনীল শেঠি, তুষার কাপুর, সমিরা রেড্ডি)। ১১-২৫ অল দ্য বেস্ট (সঞ্জয় দত্ত, অজয় দেবগন, বিপাশা বসু)। ২-৪৫ জুদাই (অনিল কাপুর, শ্রীদেবী, ঊর্মিলা)। ৬-০০ অগ্নিপথ (হূতিক রোশন, সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া)। ৯-৩০ ধামাল (সঞ্জয় দত্ত, রিতেশ)। সেট ম্যাক্স সকাল ৮-০০ হাম (অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দ, শিল্পা, কিমি কাতকার)। ১১-৩০ গোলমাল ফান আনলিমিটেড (অজয় দেবগন, শরমান যোশি, আরশাদ ওয়ার্সি, রিমি সেন)। ২-৩০ ব্যান্ড বাজা বরাত (রণবীর সিং, আনুশকা শর্মা)। ৬-২৫ রাজ ৩ (এমরান হাশমি, বিপাশা বসু)। ৯-৩০ সিংহাম দ্য ফাইটার ম্যান। ফক্স মুভিজ সকাল ৯-০০ স্পাই কিডস (জেসিকাঅ্যালবা)। ১০-৩০ ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস। ১২-০৫ পারফেক্ট ক্যাচ (ড্রিউ ব্যারিমোর)। ১-৫০ অ্যাজ গুড অ্যাজ ইট গেটস (জ্যাক নিকলসন, হেলেন হান্ট)। ৪-০৫ এক্স-মেন: ফার্স্ট ক্লাস। ৬-২০ ওয়ার্ল্ড উইদাউট এন্ড (বেন চ্যাপলিন)। ৯-৩৫ ইউএফসি: জনসন ভার্সেস ডডসান। ১১-২০ অ্যানাকোন্ডাস: ট্রেইল অব ব্লাড (ক্রিস্টাল অ্যালেন)। এইচবিও সকাল ৯-৩৫ স্কুবি-ডু। ১১-০০ মিস্টার বিনস হলিডে (রোয়ান অ্যাটকিনসন)। ১২-৫০ দ্য ইতালিয়ান জব (মার্ক ওয়ালবার্গ, শার্লিজ থেরন)। ৩-০৫ ট্রু গ্রিট (ম্যাট ডেমন)। ৫-২০ ফ্রম প্যারিস উইথ লাভ (জন ট্রাভোল্টা)। ৭-১০ সাহারা (ম্যাথিউ ম্যাককনেগি)। ৯-৩০ পুশ (ক্রিস ইভানস)।

টিভির পর্দায়


বাংলাদেশ টেলিভিশন বেলা ৩-৩০ জাতীয় সংসদের অধিবেশন। সরাসরি। ৮-৩৫ আগন্তুক। ৯-০৫ শাহ এ এম এস কিবরিয়া স্মরণে। ৯-৩৫ দেশ-দেশান্তর। ১০-৩০ ডিজিটাল বাংলাদেশ। ১০-৫০ গীতি শতদল। এটিএন বাংলা রাত ৮-০০ কবুুলিয়তনামা। ৮-৪০ সংসার সুখের হয় বেদনার গুণে। ৯-২০ ডিবি। ১০-৫৫ স্ক্যান্ডাল। ১১-৩০ বৈরী বাতাস। চ্যানেল আই সন্ধ্যা ৬-২০ রূপান্তর। ৭-৫০ নূরজাহান। ৯-৩৫ গর্ব। ১১-৩০ প্রকৃতি ও জীবন। একুশে টিভি সন্ধ্যা ৭-৫০ টমি মিয়াস রেসিপি। ৮-২০ সাক্ষী দুর্বল। ৯-৩০ পঞ্চ প্রেমিক। ১০-১০ মিডিয়া গসিপ। ১১-৫০ জনতার কথা। এনটিভি সন্ধ্যা ৬-৪৫ দ্য প্ল্যান। ৮-১৫ অঘটনঘটনপটিয়সী। ৯-০০ ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ১১-৩০ মিউজিক জ্যাম। দেশ টিভি সন্ধ্যা ৭-৪৫ সাতকাহন। ৮-১৫ এখানে প্রবেশ নিষেধ। ৯-৪৫ ট্রিবিউট দ্য লিজেন্ড (ওয়াহিদুল হক)। ১১-৪৫ সোজা কথা। আরটিভি রাত ৮-১৫ ক্যাপসুল ৫০০ এমজি। ৯-০৫ অলসপুর। ৯-৫০ ধ্রুপদি কাহিনি। ১১-৩০ আওয়ার ডেমোক্রেসি। বাংলাভিশন রাত ৮-১৫ লেডিস ফার্স্ট। ৯-০৫ রেড সিগন্যাল। ১১-২৫ বিজনেস ভিশন। বৈশাখী টিভি রাত ৮-০০ বড় বাড়ির ছোট বউ। ৮-৩৫ স্পট লাইট। ৯-২০ অগ্নিপথ। ১১-০০ রিপোর্টারস ডায়েরি। মাছরাঙা টেলিভিশন রাত ৮-০০ হাসিবাড়ি। ৮-৪০ ক্ষণিকালয়। ৯-২০ রূপকথা। ১১-০০ টেলিকুইজ। চ্যানেল নাইন সন্ধ্যা ৬-০০ বিপিএল। ৯-৩০ নাগরিক। ১০-৩০ ইডিয়টস। ১১-১৫ বিটস আনলিমিটেড। চ্যানেল টোয়েন্টিফোর রাত ৮-৩০ সার্কেল দ্য গ্লোব। ৯-০০ আসিন। ৯-৪০ ইন্টারোগেশন। জি টিভি (গাজী টিভি) রাত ৮-৩০ পয়মন্ত। ৯-০০ হারমনি। ৯-৩৫ জননী। এশিয়ান টিভি সন্ধ্যা ৭-৪০ সেকেন্ড ইনিংস। ৮-১৫ গানবাজনা। ৮-৪৫ কাচের ক্যানভাস। ৯-২০ বড় পর্দার গান। ১০-০০ কাচের ক্যানভাস। ১১-৩০ বিপিএল। এসএ টিভি রাত ৮-০০ সন্ধ্যার মেঘমালা। ৮-৩০ আগুনপোকা। ৯-০০ গ্লিটার স্টারজ। ৯-৩০ পরী। ১১-০০ অন্তরে মম।

abc আজকের আয়োজন


খবর এবিসি খবর [প্রতি ঘণ্টায়] তথ্য ও বিনোদন ৩.১৫ অনুরোধের গান: স্পিড ব্রেকার ৭.২০ জিপি লাউঞ্জ ৮.১০ আড্ডা ৯.৩০ লাভ আওয়ার ১১.১৫ হিন্দি হিটস

আজ সারা দিন


বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আরণ্যকের ৪০ বছর উৎসব। আরণ্যকের নাটক এবং বিদ্যাসাগর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  ছবিমেলা। জাতীয় চিত্রশালায়। বেলা তিনটা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি ছবিমেলা। বিকেল চারটা থেকে রাত আটটা। গ্যালারি কায়া, উত্তরা ১৪ জন বরেণ্য শিল্পীর গ্রাফিক প্রিন্টসের যৌথ প্রদর্শনী ‘ছাপাই ছবি ২’। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ যৌথ প্রদর্শনী ‘ইকুয়েশন অব টাইম অ্যান্ড আর্ট’। আয়োজন করেছে চট্টগ্রামের সন্তরণ আর্ট অর্গানাইজেশন। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি শম্ভু আচার্যের পটচিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে এক্সপ্রেশনস। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স  টেলিভিশন, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়। চোরাবালি, বেলা একটা ৪০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দি অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা ও বিকেল সাড়ে চারটায়।  স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  স্কাইফল, সকাল ১০টা ৫০, বেলা একটা ৩৫, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ৫ মিনিটে।

আমার নতুন ছবি ‘যমুনা’


সালাহউদ্দিন লাভলু, আপনার নতুন ধারাবাহিকের প্রচার শুরু হলো। হ্যাঁ, কবুলিয়তনামা। খুবই সিরিয়াস গল্প। মোটেও হাস্যরসাত্মক কিছু নেই। গল্পে গ্রামীণ-জীবনের বিশালত্বকে তুলে ধরা হয়েছে। আপনার সব কটি ধারাবাহিকই হাস্যরসাত্মক ছিল? কবুলিয়তনামা আমার আট নম্বর ধারাবাহিক। প্রথমটি ছিল গহরগাছি। ওটা কিন্তু সিরিয়াস গল্প ছিল। এরপর তৈরি করেছি ধারাবাহিক নাটক রঙের মানুষ, বংশের গতি, ভবের হাট, ঘরকুটুম, সাকিন সারিসুরি, হাড়কিপ্টে—সব কটির গল্পই ছিল কমেডি ধাঁচের। হঠাৎ সিরিয়াস ধরনের নাটক তৈরির ব্যাপারে আগ্রহী হলেন কেন? যখন একটি ধারা জনপ্রিয় হয়, তখন বেশির ভাগ নির্মাতা ওই ধারার কাজ বেশি করেন। রঙের মানুষ তৈরির পরও তেমনটিই হয়েছে। এবার আমি নিজেই সেই ধারা থেকে বেরিয়ে এসেছি। আগামী বছর পাঁচেক আর হাস্যরসাত্মক গল্প নিয়ে কোনো কাজ করার ইচ্ছে নেই। অনেক দিন আগে ‘ওয়ারিশ’ নামে ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন। ওয়ারিশ ছবির কাজ এখন শুরু করতে পারছি না। এই ছবির জন্য যে ধরনের কারিগরি প্রযুক্তি-সুবিধা প্রয়োজন, তা এখানে নেই। বাইরে থেকে আনতে গেলে ছবির বাজেট বেড়ে যাবে। তাই আপাতত ছবিটির কাজ স্থগিত রেখেছি। এরপর আর কিছু ভেবেছেন? নতুন আরেকটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার নতুন ছবির নাম যমুনা। শতভাগ রোমান্টিক গল্প। নতুন ছেলেমেয়ে নিয়ে এবার কাজ করব। এপ্রিল নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা আছে। এখন এর বেশি আর কিছু বলতে চাইছি না।

ওয়াহিদুল হক স্মরণে ছায়ানটের আয়োজন


ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতগুরু ওয়াহিদুল হকের আজ প্রয়াণ দিবস। আজ গানে গানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ছায়ানট। সকাল সাতটা থেকে আটটার মধ্যে ছায়ানট ভবনে নির্বাচিত ২০টি গান গাওয়া হবে সম্মেলক কণ্ঠে। সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে হবে গান, আবৃত্তি, পাঠ আর স্মৃতিচারণা। আবৃত্তি ও পাঠ করবেন আসাদুজ্জামান নূর। একক গান গাইবেন তারেক আলী, ইফ্ফাত আরা দেওয়ান, ইখতিয়ার ওমর, লাইসা আহমেদ লিসা, তানিয়া মান্নান, শারমীন সাথী ইসলাম, সিফায়েতউল্লাহ প্রমুখ। থাকবে সম্মেলক গানও। দুটি অনুষ্ঠানই উন্মুক্ত থাকবে।

তিনটি উৎসবে ‘টেলিভিশন’


তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন। উৎসবগুলো হলো: সুইডেনের গুটেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি), সুইজারল্যান্ডের ফিবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৬ থেকে ২৩ মার্চ) ও জার্মানির লিচেস্টার ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৯ থেকে ২৪ মার্চ)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ডারমাউথ বিশ্ববিদ্যালয়ে কিম কি দুকের ছবি পিয়েতা, মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন এবং ইয়ুন জং বনের নেমলেস গ্যাংস্টার ছবির বিশেষ প্রদর্শনী হবে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি। এদিকে গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে টেলিভিশন ছবিটি। ফারুকী বলেন, ‘ছবিটি দেখার ব্যাপারে প্রথম দুই দিন দর্শকদের মধ্যে যে ব্যাপক আগ্রহ দেখেছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। হলগুলোর প্রায় সব কটি প্রদর্শনীই দর্শকপূর্ণ হচ্ছে, এটা টেলিভিশন ছবির জন্য একটা ইতিবাচক ঘটনা।’

নেসক্যাফের অ্যালবাম ‘গেট সেট রক’


বছর দুয়েক আগে নতুন সংগীত-প্রতিভার খোঁজে নেসক্যাফে আয়োজন করে ‘গেট সেট রক’। এই আয়োজন থেকে পাওয়া সংগীত-প্রতিভাদের নিয়ে গড়া হয় বিভিন্ন ব্যান্ড। এই ব্যান্ডগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নেসক্যাফে ব্যান্ড সিক্স এবং রানারআপ নেসক্যাফে ব্যান্ড রঙ। এবার এই দুই ব্যান্ডের গান নিয়ে এসেছে নেসক্যাফের মিউজিক্যাল অ্যালবাম গেট সেট রক। সম্প্রতি অ্যালবামটির মোড়ক খোলা হয় রাজধানীর এক রেস্তোরাঁয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: গেট সেট রক-এর বিচারক পিলু খান ও বাপ্পা মজুমদার, সিক্স ও রঙ ব্যান্ডের সদস্যরা, নেসলের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন নর্দে, ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স নকীব খানসহ আরও অনেকে। অ্যালবামটি বাজারজাত করছে জি-সিরিজ।

বিয়ের পোশাকে রেড কার্পেটে!

ফ্যাশন নাকি মনেরই জানালা। তাহলে তো বলা যায়, জেনিফার লোপেজের মনে ফুটেছে বিয়ের ফুল। এই সবার সামনে খোলাখুলি বলে বেড়াচ্ছেন বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা কথা। এই আবার রেড কার্পেটেই হাজির হয়ে গেলেন বিয়ের পোশাক পরে। ছেলেবন্ধু ক্যাসপার স্মার্টের জন্যই কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন তিনি? যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পার্কার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তিনি পরেছেন ল্যানভিন ব্লাশেঁ ব্র্যান্ডের ব্রাইডাল কালেকশনের একটি পোশাক। এর সঙ্গে পরলেন সাদা পাম্পজুতা আর পাথরের গয়না। সাদামাটা কোনো বিয়ের অনুষ্ঠানে কনের পোশাক হিসেবে একদম মানানসই এটি। নিজের চতুর্থ বিয়ের জন্য কি এমন কিছুই পরবেন বলে ভাবছেন জেনিফার? পিপল।

Store Your Files Online


  Store Your Files Online

>>Shareing Files.

>>Let's Make Own Store Your Files online.
Share Files
Upload Files
Let's Do It.

Natok Or Telefilm

Natok Or Telefilm

Download Latest Natok Or Telefilm

Let's Download Latest Or New Bangla Natok

Let's Download Latest Or New Telefilm Natok
  
 Thanks Boss.