আজ সারা দিন


বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আরণ্যকের ৪০ বছর উৎসব। আরণ্যকের নাটক এবং বিদ্যাসাগর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  ছবিমেলা। জাতীয় চিত্রশালায়। বেলা তিনটা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি ছবিমেলা। বিকেল চারটা থেকে রাত আটটা। গ্যালারি কায়া, উত্তরা ১৪ জন বরেণ্য শিল্পীর গ্রাফিক প্রিন্টসের যৌথ প্রদর্শনী ‘ছাপাই ছবি ২’। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ যৌথ প্রদর্শনী ‘ইকুয়েশন অব টাইম অ্যান্ড আর্ট’। আয়োজন করেছে চট্টগ্রামের সন্তরণ আর্ট অর্গানাইজেশন। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি শম্ভু আচার্যের পটচিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে এক্সপ্রেশনস। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স  টেলিভিশন, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়। চোরাবালি, বেলা একটা ৪০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দি অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা ও বিকেল সাড়ে চারটায়।  স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা ১১টা ২০, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  স্কাইফল, সকাল ১০টা ৫০, বেলা একটা ৩৫, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ৫ মিনিটে।

No comments:

Post a Comment