আমার নতুন ছবি ‘যমুনা’


সালাহউদ্দিন লাভলু, আপনার নতুন ধারাবাহিকের প্রচার শুরু হলো। হ্যাঁ, কবুলিয়তনামা। খুবই সিরিয়াস গল্প। মোটেও হাস্যরসাত্মক কিছু নেই। গল্পে গ্রামীণ-জীবনের বিশালত্বকে তুলে ধরা হয়েছে। আপনার সব কটি ধারাবাহিকই হাস্যরসাত্মক ছিল? কবুলিয়তনামা আমার আট নম্বর ধারাবাহিক। প্রথমটি ছিল গহরগাছি। ওটা কিন্তু সিরিয়াস গল্প ছিল। এরপর তৈরি করেছি ধারাবাহিক নাটক রঙের মানুষ, বংশের গতি, ভবের হাট, ঘরকুটুম, সাকিন সারিসুরি, হাড়কিপ্টে—সব কটির গল্পই ছিল কমেডি ধাঁচের। হঠাৎ সিরিয়াস ধরনের নাটক তৈরির ব্যাপারে আগ্রহী হলেন কেন? যখন একটি ধারা জনপ্রিয় হয়, তখন বেশির ভাগ নির্মাতা ওই ধারার কাজ বেশি করেন। রঙের মানুষ তৈরির পরও তেমনটিই হয়েছে। এবার আমি নিজেই সেই ধারা থেকে বেরিয়ে এসেছি। আগামী বছর পাঁচেক আর হাস্যরসাত্মক গল্প নিয়ে কোনো কাজ করার ইচ্ছে নেই। অনেক দিন আগে ‘ওয়ারিশ’ নামে ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন। ওয়ারিশ ছবির কাজ এখন শুরু করতে পারছি না। এই ছবির জন্য যে ধরনের কারিগরি প্রযুক্তি-সুবিধা প্রয়োজন, তা এখানে নেই। বাইরে থেকে আনতে গেলে ছবির বাজেট বেড়ে যাবে। তাই আপাতত ছবিটির কাজ স্থগিত রেখেছি। এরপর আর কিছু ভেবেছেন? নতুন আরেকটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার নতুন ছবির নাম যমুনা। শতভাগ রোমান্টিক গল্প। নতুন ছেলেমেয়ে নিয়ে এবার কাজ করব। এপ্রিল নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা আছে। এখন এর বেশি আর কিছু বলতে চাইছি না।

No comments:

Post a Comment