ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতগুরু ওয়াহিদুল হকের আজ প্রয়াণ দিবস। আজ গানে গানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ছায়ানট। সকাল সাতটা থেকে আটটার মধ্যে ছায়ানট ভবনে নির্বাচিত ২০টি গান গাওয়া হবে সম্মেলক কণ্ঠে। সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে হবে গান, আবৃত্তি, পাঠ আর স্মৃতিচারণা। আবৃত্তি ও পাঠ করবেন আসাদুজ্জামান নূর। একক গান গাইবেন তারেক আলী, ইফ্ফাত আরা দেওয়ান, ইখতিয়ার ওমর, লাইসা আহমেদ লিসা, তানিয়া মান্নান, শারমীন সাথী ইসলাম, সিফায়েতউল্লাহ প্রমুখ। থাকবে সম্মেলক গানও। দুটি অনুষ্ঠানই উন্মুক্ত থাকবে।
ওয়াহিদুল হক স্মরণে ছায়ানটের আয়োজন
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতগুরু ওয়াহিদুল হকের আজ প্রয়াণ দিবস। আজ গানে গানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ছায়ানট। সকাল সাতটা থেকে আটটার মধ্যে ছায়ানট ভবনে নির্বাচিত ২০টি গান গাওয়া হবে সম্মেলক কণ্ঠে। সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে হবে গান, আবৃত্তি, পাঠ আর স্মৃতিচারণা। আবৃত্তি ও পাঠ করবেন আসাদুজ্জামান নূর। একক গান গাইবেন তারেক আলী, ইফ্ফাত আরা দেওয়ান, ইখতিয়ার ওমর, লাইসা আহমেদ লিসা, তানিয়া মান্নান, শারমীন সাথী ইসলাম, সিফায়েতউল্লাহ প্রমুখ। থাকবে সম্মেলক গানও। দুটি অনুষ্ঠানই উন্মুক্ত থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment