জমে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন


শীতে দারুণ জমে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। চলছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’। নাট্যোৎসবসহ নানা আয়োজনে ইতিমধ্যে শেষ হয়েছে শিশু চলচ্চিত্র উৎসব। হাওয়াইন গিটার-সন্ধ্যা হাওয়াইন গিটারে হারানো দিনের গানের সুরে শীতের সন্ধ্যা সুরেলা করে তুলেছিলেন শিল্পীরা। গতকাল শনিবার মানব শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠী ছায়ানট ভবনের রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তনে হাওয়াইন গিটার-সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুলবুল ললিতকলা একাডেমির সভাপতি বেগম শামসুজ জাহান, সংগীত পরিচালক লাকী আখন্দ্ ও শিল্পী আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন মতলুব আলী। আলোচনার পর মাহবুবার রহমান, রেহেনা মতলুব, হাসানুর রহমান, জহির উদ্দীন, নাহার আহমেদ, সিদ্দিকুর রহমান, সফিউল্লাহসহ ২০ জন শিল্পী হারানো দিনের জনপ্রিয় গানের সুর বাজিয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল: ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘পিচ ঢালা এই পথটারে’, এসব। হাওয়াইন গিটার চর্চা প্রসার ও শ্রোতা সৃষ্টির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব-আনন্দে আরণ্যকের চার দশক পূর্তি প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে নাটকের দল আরণ্যক বছরব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে ‘নতুন সাহসী পৃথিবীর জন্য নাটক’ স্লোগানে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার বিকেলে এর উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন দলপ্রধান মামুনুর রশীদ। এতে ৪০ জন নাট্যকার ও নির্দেশককে সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ‘আরণ্যকের চার দশক’ নিয়ে একটি শব্দ-আলো প্রক্ষেপণ ও বিশেষ নৃত্য প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। পরে মঞ্চস্থ হয় দলটির জনপ্রিয় নাটক রাঢ়াঙ। নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। শুরু হলো ছবি মেলা ৭ শুক্রবার ছুটির দিনে আন্তর্জাতিক আলোকচিত্রের উৎসব ‘ছবি মেলা-৭’ শুরু হলো। এবার বিশ্বের সবচেয়ে বেশি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আয়োজন করেছে আলোকচিত্র প্রতিষ্ঠান দৃক ও পাঠশালা। এ বছরের উৎসবের প্রতিপাদ্য ‘ভঙ্গুরতা’। বৈশ্বিক অস্থিরতার অবসান ঘটিয়ে ভঙ্গুর সমাজ থেকে মানবতার উত্থানের আহ্বান জানাচ্ছে এবারের ছবি মেলা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি শেষ হয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় এসে। এখানে উৎসব উদ্বোধন করেন মেক্সিকোর আলোকচিত্রী গ্রাৎসিয়েলা ইতুরবিদে। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় দুজন আলোকচিত্রী বাংলাদেশের বিজন সরকার ও মেক্সিকোর গ্রাৎসিয়েলা ইতুরবিদেকে। মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কাব্যগ্রন্থের প্রকাশনা প্রকাশিত হলো ইসমাইল হোসেনের কাব্যগ্রন্থ মুজিব এক মহাকাব্যের নাম। গ্রন্থটি প্রকাশ করেছে অয়ন প্রকাশনী। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রশীদ হায়দার, ওসমান গনি প্রমুখ। মুজিব এক মহাকাব্যের নাম কাব্যগ্রন্থে স্থান পেয়েছে মোট ২২টি ভিন্ন রকমের কবিতা। শেষ হলো শিশু চলচ্চিত্র উৎসব চিলড্রেন ফিল্ম সোসাইটি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ হলো গত শুক্রবার। সমাপনী দিনে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতায় প্রথম হয়েছে তওকীর ইসলামের চলচ্চিত্র গোলযোগ, দ্বিতীয় হয়েছে আরিফুল ইসলাম ও ওবায়দুল্লাহর একাত্তরে এবং তৃতীয় হয়েছে রায়হান আহম্মেদের আই উইল মিস ইউ। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে এস এম সজিবের স্বপ্ন পূরণের গল্প ও মাসুদুল হকের এপিটাপ; অ্যাকশনএইড নারী খুদেনির্মাতা পুরস্কার পেয়েছে লায়লা কবির সুস্মিতার প্যারাডক্স। এ ছাড়া দর্শক ভোটে পুরস্কার জিতেছে আর্জেন্টিনার লুমিরাস ও নরওয়ের রাফিকি।

No comments:

Post a Comment