বছর দুয়েক আগে নতুন সংগীত-প্রতিভার খোঁজে নেসক্যাফে আয়োজন করে ‘গেট সেট রক’। এই আয়োজন থেকে পাওয়া সংগীত-প্রতিভাদের নিয়ে গড়া হয় বিভিন্ন ব্যান্ড। এই ব্যান্ডগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নেসক্যাফে ব্যান্ড সিক্স এবং রানারআপ নেসক্যাফে ব্যান্ড রঙ। এবার এই দুই ব্যান্ডের গান নিয়ে এসেছে নেসক্যাফের মিউজিক্যাল অ্যালবাম গেট সেট রক। সম্প্রতি অ্যালবামটির মোড়ক খোলা হয় রাজধানীর এক রেস্তোরাঁয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: গেট সেট রক-এর বিচারক পিলু খান ও বাপ্পা মজুমদার, সিক্স ও রঙ ব্যান্ডের সদস্যরা, নেসলের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন নর্দে, ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স নকীব খানসহ আরও অনেকে। অ্যালবামটি বাজারজাত করছে জি-সিরিজ।
নেসক্যাফের অ্যালবাম ‘গেট সেট রক’
বছর দুয়েক আগে নতুন সংগীত-প্রতিভার খোঁজে নেসক্যাফে আয়োজন করে ‘গেট সেট রক’। এই আয়োজন থেকে পাওয়া সংগীত-প্রতিভাদের নিয়ে গড়া হয় বিভিন্ন ব্যান্ড। এই ব্যান্ডগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নেসক্যাফে ব্যান্ড সিক্স এবং রানারআপ নেসক্যাফে ব্যান্ড রঙ। এবার এই দুই ব্যান্ডের গান নিয়ে এসেছে নেসক্যাফের মিউজিক্যাল অ্যালবাম গেট সেট রক। সম্প্রতি অ্যালবামটির মোড়ক খোলা হয় রাজধানীর এক রেস্তোরাঁয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: গেট সেট রক-এর বিচারক পিলু খান ও বাপ্পা মজুমদার, সিক্স ও রঙ ব্যান্ডের সদস্যরা, নেসলের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন নর্দে, ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স নকীব খানসহ আরও অনেকে। অ্যালবামটি বাজারজাত করছে জি-সিরিজ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment