মজিলা ফায়ারফক্স স্মার্টফোন আসছে, এ খবর পুরোনো। নতুন খবর হলো, জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নামে যে স্মার্টফোন তৈরি হয়েছে, তার নমুনা দেখা গেছে। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের দুটি পরীক্ষামূলক সংস্করণ সম্প্রতি দেখানো হয়েছে। বর্তমান স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপল, স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই বাজারে আসছে ফায়ারফক্স স্মার্টফোন। আগামী মাসেই এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এ স্মার্টফোন যৌথভাবে বাজারজাত করবে মজিলা ও গিকসফোন। প্রদর্শিত দুটি স্মার্টফোনের সাংকেতিক নাম কিয়ন এবং পিক। এর মধ্যে কিয়নে রয়েছে ৩.৫ ইঞ্চি পর্দা, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন এসওয়ান প্রসেসর ইত্যাদি। পিকে রয়েছে ৪.৩ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন এসফোর প্রসেসর ইত্যাদি। মূলত উন্নয়নশীল দেশের বাজারগুলোর কথা ভেবেই এ স্মার্টফোন ছাড়া হচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে স্মার্টফোনে। মজিলা জানিয়েছে, নতুন এ অপারেটিং সিস্টেমটি অনেকটা উন্মুক্ত থাকবে। এতে প্রোগ্রামাররা অ্যাপস তৈরিতে অনেক বেশি স্বাধীনতা পাবেন। অ্যাপসগুলো পাওয়া যাবে ফায়ারফক্স মার্কেটপ্লেসে। তবে স্মার্টফোনগুলো প্রথম পাওয়া যাবে ব্রাজিলে। নতুন স্মার্টফোন আর নতুন অপারেটিং সিস্টেম বাজারে আসার ব্যাপারটি দারুণভাবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে করে ব্যবহারকারী যেমন নতুন কিছু পাবেন, তেমনি নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেমের মধ্যেই আর সীমাবদ্ধ থাকতে হবে না। —বিবিসি অবলম্বনে কাজী আলম
মজিলা স্মার্টফোনের নমুনা
মজিলা ফায়ারফক্স স্মার্টফোন আসছে, এ খবর পুরোনো। নতুন খবর হলো, জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নামে যে স্মার্টফোন তৈরি হয়েছে, তার নমুনা দেখা গেছে। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের দুটি পরীক্ষামূলক সংস্করণ সম্প্রতি দেখানো হয়েছে। বর্তমান স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপল, স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই বাজারে আসছে ফায়ারফক্স স্মার্টফোন। আগামী মাসেই এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এ স্মার্টফোন যৌথভাবে বাজারজাত করবে মজিলা ও গিকসফোন। প্রদর্শিত দুটি স্মার্টফোনের সাংকেতিক নাম কিয়ন এবং পিক। এর মধ্যে কিয়নে রয়েছে ৩.৫ ইঞ্চি পর্দা, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন এসওয়ান প্রসেসর ইত্যাদি। পিকে রয়েছে ৪.৩ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন এসফোর প্রসেসর ইত্যাদি। মূলত উন্নয়নশীল দেশের বাজারগুলোর কথা ভেবেই এ স্মার্টফোন ছাড়া হচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে স্মার্টফোনে। মজিলা জানিয়েছে, নতুন এ অপারেটিং সিস্টেমটি অনেকটা উন্মুক্ত থাকবে। এতে প্রোগ্রামাররা অ্যাপস তৈরিতে অনেক বেশি স্বাধীনতা পাবেন। অ্যাপসগুলো পাওয়া যাবে ফায়ারফক্স মার্কেটপ্লেসে। তবে স্মার্টফোনগুলো প্রথম পাওয়া যাবে ব্রাজিলে। নতুন স্মার্টফোন আর নতুন অপারেটিং সিস্টেম বাজারে আসার ব্যাপারটি দারুণভাবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে করে ব্যবহারকারী যেমন নতুন কিছু পাবেন, তেমনি নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেমের মধ্যেই আর সীমাবদ্ধ থাকতে হবে না। —বিবিসি অবলম্বনে কাজী আলম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment